
রাকিব হোসেন মিলন
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জের বন্দর থানাধীন শীতলক্ষা নদী থেকে এক অজ্ঞাতনামা পুরুষের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোবাইল ফোনে দুপুর ২টা ২৫ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাদুরঘাট সংলগ্ন কুড়িপাড়া স্কুলের সামনে নদীতে লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে কাঁচপুর নৌ পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল মাবুদ, এসআই আলী হোসেন ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এখনো পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কয়েকদিন আগের হতে পারে। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।
বন্দর থানা পুলিশ জানায়, লাশের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।





Discussion about this post