
রাকিব হোসেন মিলন
লক্ষ্মীপুর জেলার পৌরসভাধীন লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ২০২২-২০২৩ অর্থ বছরে বাজেট ম্যানেজিং কমিটি কর্তৃক অনুমোদিত হয়। শনিবার ৩০ জুলাই সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ. কে. এম সালাহ উদ্দিন টিপু’র সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন এর পরিচালনায় ম্যানেজিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে উক্ত বাজেট অনুমোদন করা হয়।
বাজেট অধিবেশনে অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আশরাফুল আলম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার, লক্ষ্মীপুর সদর মো: মাকসুদ আলম। এছাড়া শিক্ষক প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুহাম্মদ নূর হোসেন প্রমূখ।
বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের নেতৃত্ত্বে বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার প্রসার হচ্ছে বলে সভ্যগণ মতামত প্রকাশ করেন।





Discussion about this post