
নিজস্ব প্রতিবেদক
লক্ষ্মীপুরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এখন দুর্নীতি ও অনিয়মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এ বিষয়ে বিস্তর অভিযোগের ফিরিস্তি পাওয়া যায়। অনুসন্ধানে জানা যায় চলতি অর্থবছরের জুনের আগে যেসব প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল, সেগুলো নির্দিষ্ট সময়ে শেষ না হলেও নির্বাহী প্রকৌশলী একরামুল হক সম্পূর্ণ বিল পরিশোধ করেছেন।
এ ছাড়া বিগত অর্থ বছরে বাস্তবায়িত কয়েকটি সড়কের কাজ শেষ হওয়ার পর নিয়ম অনুযায়ী বিল পরিশোধের সময় জামানত রাখার নিয়ম থাকলেও সেটি মানা হয়নি। শেষ হওয়া এসব প্রকল্পের মধ্যে রয়েছে কুশাখালি পুকুরদিয়া রোড, বাসু বাজার থেকে পোদ্দার বাজার রোড, চরচামিতা রতনের খিল সড়ক, গঙ্গাপুর গনিমিঝি রোড, ২ নম্বর ইউনিয়ন সৈয়দ বাড়ি রোড, করেগো ব্রিজ, রামেন্দ্র মজুমদার রোড, পদ্মপুকুর পাড় থেকে মোল্লার হাট সড়ক, পূর্ব রাজাপুর খলিফা বাড়ী রোড, চিলাদি কাঁঠালি মাদরাসা সড়ক, টুমচর মাদরাসা সড়ক, চন্দ্রগঞ্জ মন্তাজ মুহরি বাড়ি সড়ক, তোরাবগঞ্জ মুন্সী নুর মোহাম্মদ রোড ও দিঘুলী ইউপি থেকে হাইস্কুল রোড।
এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী একরামুল হক মোবাইল ফোনে বলেন, আপনি যা জেনেছেন, তা সঠিক নয়; যা হয়েছে নিয়মানুযায়ী হয়েছে।





Discussion about this post