
নিজস্ব প্রতিবেদক
হার পাওয়ার প্রকল্প, নারীদের মুক্তির পথ,
বিষাদের অন্ধকারে, সূর্য উঠার নতুন রথ।
স্বপ্নের কান্না থামিয়ে,সাহসী পায়ে এগিয়ে যাবো, উন্নতির সোপানে, নতুন জীবন গড়বো।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন হার পাওয়ার প্রকল্প (Her Power Project) এর আওতায় ২য় ধাপে women আইটি সার্ভিস প্রোভাইডার ও women ই-কর্মাস প্রফেশনাল ক্যাটাগরির ১’শ ৫ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়।
রোববার বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ল্যাপটপ বিতরণী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উপজলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহান।
এ প্রকল্পের লক্ষ্য ‘প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন’ । তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। এ সময় লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব সুরাইয়া জাহান এর হাত থেকে Women ই-কমার্স professonal ও women আইটি সার্ভিস প্রোাভাইডারের প্রশিক্ষানার্থীদের মধ্যে থেকে ল্যাপটপ গ্রহন করে প্রশিক্ষানার্থীরা।





Discussion about this post