
লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় বাসচাপায় নুরুল ইসলাম নামে এক পথচারী নিহত হয়েছেন। আজ রোববার সকালে লক্ষ্মীপুর-রামগতি সড়কের কোম্পানির রাস্তার মাথা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত নুরুল ইসলাম উপজেলার চর লরেন্স এলাকার মৃত হাফিজ উল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, কমলনগর উপজেলার তোরাবগঞ্জের কোম্পানির রাস্তার মাথা নামক স্থানে রাস্তা পারাপারের সময় রামগতি থেকে দ্রুতগতিতে আসা হিমাচল এক্সপ্রেস নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটিকে জব্দ এবং চালককে আটকের চেষ্টা চলছে।





Discussion about this post