
রাকিব হোসেন মিলন
সিনিয়র রিপোর্টার
এইচএসসি পরীক্ষার্থীদের সহযোগিতায় মানবিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রামগতি উপজেলা শাখা। বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হওয়া এইচএসসি পরীক্ষার প্রথম দিন ডাঃ তোহফা-ই আইয়ুব মহিলা কলেজ কেন্দ্রে ৬১২ জন পরীক্ষার্থীর মাঝে পানি, কলম ও মাস্ক বিতরণ করে সংগঠনটি। পরীক্ষার্থীদের সহায়তার জন্য কেন্দ্রের বাইরে স্থাপন করা হয় হেল্প ডেস্কও।
রামগতি পশ্চিম সাংগঠনিক থানা সেক্রেটারি হাফেজ মোরশেদ আলমের নেতৃত্বে এ কার্যক্রমে অংশ নেন সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ। পরীক্ষার্থীদের মানসিক সাহস যোগানো ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের মাধ্যমে তারা এই মানবিক সহায়তা প্রদান করেন।
উল্লেখ্য, ২৬ জুন বৃহস্পতিবার থেকে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসি পরীক্ষার শুরুতেই ছাত্রশিবিরের এই উদ্যোগ শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে প্রশংসিত হয়েছে।

এ বিষয়ে ছাত্রশিবির নেতারা জানান, “আমরা চাই শিক্ষার্থীরা নির্বিঘ্নে ও স্বস্তিতে পরীক্ষা দিতে পারে। এ লক্ষ্যে আমরা প্রতিবছরই সহায়ক কার্যক্রম গ্রহণ করি।”
এই ধরনের ইতিবাচক ও সেবামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হচ্ছে বলে মনে করছেন বিশিষ্টজনেরা।





Discussion about this post