
রাকিব হোসেন মিলন
জাতীয় দৈনিক মানব কন্ঠ—এর ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুতুল বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে।
রবিবার, ২১ সেপ্টেম্বর রাত ৮টায় শুরু হওয়া এ আয়োজনে অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে জমে ওঠে এক প্রাণবন্ত অনুষ্ঠান।
মহাগ্রন্থ আল কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠান পরিচালনা করেন মানবকন্ঠের প্রতিনিধি মোঃ সোলাইমান।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আকরামুল হাসান।
উপস্থিত ছিলেন কদমতলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব। বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের মহাসচিব মো. জাকির হোসেন।
শুভেচ্ছা বক্তব্যে অংশ নেন কদমতলী থানা সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক বাংলাদেশের আলো এর বিশেষ প্রতিনিধি সুমন চৌধুরী, যুগান্তরের প্রতিনিধি খোরশেদ আলম, আজকের টাইমস এর বিশেষ প্রতিনিধি তরুণ রাসেল, মদিনাবাগ জামে মসজিদের খতীব মাওলানা বেলাল হোসাইন ফারুকী, বিশিষ্ট সমাজ সেবক মীর নান্নু সহো অনেকে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের টাইমস এর সিনিয়র রিপোর্টার মুহাম্মদ আশরাফ উদ্দিন, দৈনিক বাংলাদেশের আলো এর অনলাইন ইনচার্জ ইবনে ফরহাদ তুরাগ, দৈনিক আলোর জগত এর মাল্টিমিডিয়া ইনচার্জ এন এস অর্নব, দৈনিক সকালের সময়ের সিটি রিপোর্টার আরিফুর রহমান সহো বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
১৪ বছরের পথচলায় মানব কন্ঠ গড়ে তুলেছে এক অনন্য আস্থা ও বিশ্বাস। সাংবাদিকতার এই অভিযাত্রায় যুক্ত হয়ে সকলের শুভকামনা, আগামী দিনগুলোকে আরও দৃঢ় করে তুলবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেন অতিথি ও বক্তারা।





Discussion about this post