
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর শাহ আলী এলাকা থেকে সন্দেহভাজন দুই জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনার ক্রাইম (সিটিটিসি)। তারা হলেন-রেজুয়ানুল ইসলাম ও সহযোগী মো. নাহিদ।
গ্রেপ্তারকৃত দুই সন্দেহভাজন জঙ্গি আপন দুই ভাই।
এসময় তাদের কাছ থেকে অসংখ্য বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে সাড়ে ৮টার দিকে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন ডিএমপির নবনিযুক্ত মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, আমাদের অভিযান চলমান আছে। গ্রেপ্তারের সংখ্যা বাড়তে পারে। পরে বিস্তারিত জানানো হবে।





Discussion about this post