
জাহিদ হোসেন
স্টাফ রিপোর্টার
কক্সবাজারের মহেশখালীতে নৌ পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সুতার জাল উদ্ধার করা হয়েছে। এসময় দুই জেলেকে গ্রেপ্তার করা হয়।
গত সোমবার (২৫ আগস্ট) দুপুর থেকে রাত পর্যন্ত মহেশখালী (মাতারবাড়ী) নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এসএম ওবায়েদুল হক (পিপিএম-সেবা) এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। টহল চলাকালে বিকেল ৫টার দিকে পাইকের ডিল নামক চরের পাশে বঙ্গোপসাগরের মোহনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুই জেলেকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
১। মো. ইব্রাহীম (২২), পিতা- শহীদ হোসেন, সাং- চরপাড়া, ০৯ নং ওয়ার্ড, মহেশখালী পৌরসভা।
২। মো. মনির উদ্দিন (২৬), পিতা- ছব্বির আহাম্মদ, সাং- চরপাড়া, ০৯ নং ওয়ার্ড, মহেশখালী পৌরসভা।
তাদের কাছ থেকে সরকার অনুমোদনবিহীন ২ ফুট ৫ ইঞ্চির কম ঘেরের অবৈধ সুতার জাল উদ্ধার করা হয়, যার দৈর্ঘ্য প্রায় ২৭৩ মিটার, প্রস্থ ৭ মিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৬ হাজার ৮৮৫ টাকা।
নৌ পুলিশ জানায়, আসামিরা অবৈধভাবে নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকারের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধনী-২০১৩) এর ৫(১) ধারা লঙ্ঘন করেছে। এ ঘটনায় এসআই (নিরস্ত্র) মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মহেশখালী থানায় মামলা দায়ের করেছেন।
এ প্রসঙ্গে মহেশখালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসএম ওবায়েদুল হক বলেন,
“মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলছে। অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরা দেশের সম্পদ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি। অভিযান অব্যাহত থাকবে।”
বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে নৌ পুলিশ।





Discussion about this post