
আব্দুল জলিল
ভোলা জেলা প্রতিনিধি
ভোলার চরফ্যাশনে উপজেলা ছাত্রদল সভাপতি আবদুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি লোকমান মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার পর মৎস্য বন্দর এলাকায় আত্মগোপনে করতে ঘোরাঘুরি করছিলেন লোকমান। এ সময় ভোলার কিছু জনতা তাঁকে দেখে চিনতে পারলে স্থানীয়দের সহযোগিতায় আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার লোকমান মাতুব্বর চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার নান্নু মাতুব্বরের ছেলে। তিনি একই এলাকার জিন্নাঘর এলাকার হোসেন মিয়ার ছেলে তৎকালীন চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুর রাজ্জাক হত্যার প্রধান আসামি।
এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, ‘চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি শশীভূষণ থানা ছাত্রলীগের সভাপতি লোকমান মাতুব্বরকে পটুয়াখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।





Discussion about this post