
মোঃ সোহেল খান
দৌলতখান উপজেলা প্রতিনিধি।
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ প্রতিপাদ্য মাদক, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিবাহ সহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে সর্বসাধারণের মতামত, সমস্যা ও জনগনের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে তজুমদ্দিন থানার আয়োজনে তজুমদ্দিন থানায় পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
আজ বুধবার (১৫ জানুয়ারি) বিকাল ৪ টা ৩০ ঘটিকায় তজুমদ্দিন থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শরীফুল হক, পুলিশ সুপার, ভোলা।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, “আমরা একটা চমৎকার সম্প্রীতির দেশ গড়তে চাই। আমরা অনেক বেশি সংখ্যায়, কিন্তু দুষ্ট লোক সংখ্যায় কম তাই আমাদের তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।” মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদবিরোধী সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান।
তিনি আরো বলেন, “পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই।” মাদক বিক্রেতা ও সেবনকারীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহবান জানান তিনি।
এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ তজুমদ্দিন থানার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Discussion about this post