
রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে। সোমবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে থানাধীন খলিশাকুড়ি মৌজার পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের পাশে এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফনি ভুষন রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। অভিযানে জনৈক মোঃ শরিফুল ইসলামের চাতাল থেকে মোঃ ফিরোজ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ফিরোজের বাড়ি ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার সিঙ্গিয়া গ্রামে। তার পিতার নাম মোঃ লালু মিয়া এবং মাতার নাম মোছাঃ হাজেরা বেগম।
গ্রেফতারের সময় ফিরোজের কাছ থেকে ৫টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা নং ০৯/২০২৫।
এ ঘটনায় ভূল্লী থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান নিয়মিত চলবে এবং কোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারী ছাড় পাবে না।
অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা এলাকাবাসীর মধ্যে স্বস্তি এনে দিয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।






Discussion about this post