
রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলার ভূল্লী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য ট্যাপেন্টাডলসহ এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে ১৯ জানুয়ারি (সোমবার) প্রথম প্রহরে ভূল্লী থানাধীন ০৫নং বালিয়া ইউনিয়নের কুমারপুর বছিরপাড়া এলাকায়।
অভিযান পরিচালনা করেন ভূল্লী থানার উপপরিদর্শক (এসআই) ফনি ভুষন রায়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আসামি মো. জীবন ইসলাম ওরফে প্রান্ত (২২) তার নিজ বাড়ির উঠানে মাদকদ্রব্যের লেনদেন করছে। বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাকে হাতে-নাতে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ১৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
গ্রেপ্তারকৃত জীবন ইসলামের বাড়ি কুমারপুর বছিরপাড়া গ্রামে। তার বাবার নাম মো. আনিছুর রহমান এবং মায়ের নাম মোছা. লাভলী বেগম। পুলিশ অভিযানের সময় উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে নথিভুক্ত করে।
এ ঘটনায় ভূল্লী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার বাদী এসআই ফনি ভুষন রায় এবং তদন্তের দায়িত্বে রয়েছেন এসআই মো. রাশেদুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী এই অভিযানের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ বলেন, “আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মাদক সংশ্লিষ্ট যে কেউ আইনের আওতায় আসবে।”
এলাকাবাসী পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেছেন এবং মাদক নির্মূলে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।






Discussion about this post