
আর এইচ মিলন
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিডি ক্লিন-লক্ষ্মীপুর আয়োজিত দিনব্যাপী লক্ষ্মীপুর শহর পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।পুরো শহর জুড়ে বিডি ক্লিনের এই পরিচ্ছন্নতা কার্যক্রমকে পৌরবাসী অভিনন্দন জানিয়েছেন।কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন পর্যায়ের ছাত্র যুবকদের এমন সৃজনশীল ও জনহীতকর কাজ দেখে খুশী পুরো শহরবাসী।লক্ষ্মীপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের অধিবাসী মোঃ খোকন জানান বিডি ক্লিনের স্ব প্রনোদিত এ সকল পরিচ্ছন্নতাধর্মী প্রোগ্রাম খুবই পজিটিভ ও জনগনের জন্য উপকারী।তিনি একজন বাসীন্দা হিসেবে বিডি ক্লিন টিম কে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ, জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ,জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার ভুঁইয়া মাসুম ও বিডি ক্লিন এর লক্ষ্মীপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ।
জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ পুরো পৌরসভা কে পরিচ্ছন্ন শহর হিসেবে ঘোষণা দেন।সর্বোপরি মানুষকে শহরকে পরিচ্ছন্ন রাখতে আরো সচেতন ও সজাগ থাকার আহবান জানান লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ।





Discussion about this post