
নাজমুল হোসেন,
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চ এর সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুর জেলা।
গত সোমবার (৩ ফেব্রুয়ারি) মাননীয় অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) স্পেশাল ব্রাঞ্চ, ঢাকা মোঃ গোলাম রসুল মহোদয়ের সভাপতিত্বে বাংলাদেশ পুলিশের সকল রেঞ্জের মাঠ পর্যায়ের সকল কর্মকর্তাগণের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আইন-শৃঙ্খলা ও সাম্প্রতিক গুরুত্বপূর্ণ বিষয় সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।
লক্ষ্মীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে উক্ত ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মোঃ আকতার হোসেন মহোদয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লক্ষ্মীপুর (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ হাসান মোস্তফা স্বপন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহা: রেজাউল হক, ডিআইও-০২ মোঃ আব্দুল মান্নান সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।






Discussion about this post