
মোঃ কামরুল হাসান
বিশেষ প্রতিনিধি কক্সবাজার।
সাম্প্রতিক সময়ে ভারতের উস্কানি ও সীমান্তে অনুপ্রবেশ করে হামলার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কক্সবাজারের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়। ১৯ জানুয়ারি রবিবার বিকেল তিনটায় কক্সবাজার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু করে বাজারঘাটা পর্যন্ত মিছিল করেন এবং পানবাজার রোডে পথসভায় প্রতিবাদী বক্তব্য রাখেন প্রতিনিধিবৃন্দ।
জাতীয় নাগরিক কমিটির সংগঠক ওমর ফারুকের নেতৃত্বে মিছিল শুরু করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিবাদী স্লোগান দিয়ে মানুষকে উজ্জীবিত করেন। ভারতীয় আগ্রাসন ও হামলার প্রতিবাদে পথ সভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি এডভোকেট এস কে ফারুক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রবিউল হাসান, নোবিল জালাল, জুনাইদ হোসেন, ইউসুফ নূরী।
বক্তারা বলেন জুলাই অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশকে ভারতীয় দালাল ও এজেন্ট দিয়ে পরিচালনার করার স্বপ্ন কখনো পূরণ হতে দিবে না ছাত্র জনতা। মহান মুক্তিযুদ্ধকে নিজেদের সাফল্য দাবি করে ৫৩ বছর শোষণ করেছে ভারত।সেই শোষণের রাস্তা তৈরি করে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকার। এখনও মিথ্যাচার ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা নষ্ট করার পাঁয়তারা চালাচ্ছেন ভারতীয় দালাল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
চাঁপাইনবাবগঞ্জে দেশীয় চাষাভুষা সাধারণ জনতা দেখিয়ে দিয়েছে কিভাবে আগ্রাসন প্রতিরোধ করতে হয়। সুতরাং সবাইকে সজাগ থাকতে হবে ভারতীয় দালাল এবং আওয়ামী লীগের দালাল থেকে দেশ ও জনগণকে নিরাপদ রাখা এবং আগ্রাসন প্রতিরোধ করতে প্রস্তুতি নেওয়া।
সর্বশেষ বাংলাদেশ সরকার যেন কূটনৈতিক ভাবে ভারতের কাছে জবাব চাই যে সীমান্ত আগ্রাসন ভারত বন্ধ করবে কিনা এবং আর কোন ফেলানীর লাশ যেন কাঁটাতারে না ঝুঁলে সে নিশ্চয়তা নেওয়া।






Discussion about this post