
নুর ইসলাম নিরব
স্টাফ রিপোর্টার
বরিশালে যুবলীগ নেতা শাহরিয়ার সাচিব রাজিবকে (৪৭) কুপিয়েছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পারিবার।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি ) রাত ১০টার দিকে নগরীর গোরস্তান রোড কাছেমাবাদ খানকার সামনে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে আহত করে। তার দুই পায়ের গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়।
বরিশাল নগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাজিব গোরোস্তান রোড কাছেমাবাদ খানকা সংলগ্ন এলাকার বাসিন্দা।
এলাকাবাসী জানায়, সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের অনুসারী ছিলেন তিনি।
রাজীবের বোন শাহীনা আজমিন সাংবাদিকদের জানিয়েছেন, স্থানীয় টেইলার্স বাচ্চুর সঙ্গে তার ভাইয়ের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ রয়েছে। বাচ্চুসহ অজ্ঞাত আরও একজন তার ভাইকে কুপিয়েছে৷
ঢাকায় হাসপাতালে আনার পর তার অস্ত্রোপচার করা হয়েছে। তবে তার অবস্থা এখনো আশঙ্কাজনক।এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, সিসিটিভি ফুটেজে দেখা গেছে দুই ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে রাজিবকে ধাওয়া করে।
পরে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। তাদেরকে ধরতে পুলিশের অভিযান চালাচ্ছে।






Discussion about this post