
রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি
রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে ২৪ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ দুই মাদক কারবারিকে গ্ৰেফতার করেছে ডিএমপি ডিবি-তেজগাঁও বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম মোঃ বশির হাসান (১৯) ও মোঃ সাইফুল ইসলাম (২০)।
শনিবার (১১ জানুয়ারি ২০২৫) ভোর ০৪.২৫ ঘটিকায় তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম।
ডিবি-তেজগাঁও সূত্রে জানা যায়, তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকা সংলগ্ন কারওয়ান বাজার থেকে এয়ারপোর্টগামী রাস্তার উপর কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রয় করার জন্য ট্রাকসহ অবস্থান করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় বশির ও সাইফুলকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ২৪ (চব্বিশ) গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামিরা দীর্ঘদিন যাবৎ কৌশলে গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকার মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। তারা বিক্রয়ের উদ্দেশে উদ্ধারকৃত গাঁজা তাদের হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






Discussion about this post