
রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি
রাজধানীর নিউমার্কেট থানার পুলিশের একটি বিশেষ অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাত ৯টা ৩০ মিনিটে নিউমার্কেট থানাধীন বাবুপুরা সিটি কর্পোরেশন মার্কেটের সামনে থেকে অভিযুক্তকে আটক করা হয়।
আটক ব্যক্তি মোঃ রাশেদ (৫২), যিনি নীলক্ষেতের বাবুপুরা এলাকার বাসিন্দা। অভিযুক্তের পিতার নাম মৃত মোহাম্মদ ইসলাম ওরফে গোল্ডেন মিজান এবং মায়ের নাম সামছাত জাহান। পুলিশের দেওয়া তথ্যমতে, অভিযুক্ত দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল।
অভিযান পরিচালনা করেন এসআই (নিঃ) ইয়াকুবুল ইসলাম ভূঁইয়া সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে। অভিযান চলাকালীন সময় বাবুপুরা সিটি কর্পোরেশন মার্কেট এলাকায় তল্লাশির ভিত্তিতে রাশেদকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১৬৫ পিস ইয়াবা।
এ ঘটনায় এসআই ইয়াকুবুল বাদী হয়ে নিউমার্কেট থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৭, তারিখ-১৯/০১/২০২৫। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারা এবং দণ্ডবিধির ১৮৬ ধারায় রুজু করা হয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, “এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান রয়েছে। জনসাধারণের সহযোগিতায় আমরা মাদক নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ।”
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত রাশেদের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।
স্থানীয় জনগণ পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং মাদকের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।






Discussion about this post