
মো: সোহেল
দৌলতখান উপজেলা প্রতিনিধি।
ভোলা জেলার দৌলতখানে কৃষকদের মাঝে উন্নত মানের ফল উৎপাদনের জন্য আমের চারা( বারি- ৪) ও অন্যান্য উপকরণ বিতরণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার (৯ সেপ্টেম্বর ) দুপুরে দৌলতখান উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
দৌলতখান উপজেলা কৃষি কর্মকর্তা হুনায়রা সিদ্দিকা সভাপতিত্বে বিতরণে আরো ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ ও SACP- RAIBS এর প্রতিনিধি মোঃ সানোয়ার । উপসহকারী কৃষি কর্মকর্তা মো: হোসেন আ: কাদের ও খাতিজা আক্তার উপস্থিত ছিলেন ।উপজেলা কৃষি- এ কর্মসূচির আওতায় প্রত্যেক কৃষককে
: ফল (আম বারি-৪) প্রদর্শন উপকরনের পরিমান:-১। আম চারা : ৮০ (আশি) টি ২। জৈব সার: ১২০ (একশত বিশ) কেজি ৩ জিপসাম (এসিআই) : ০৫ (পাঁচ) কেজি ৪। দস্তা (মনোজিং) :০২ (দুই) কেজি ৫। বোরন (এসিআই : ০১ (এক) কেজি ৬। ম্যাগসার : ২ (দুই) কেজি৭। বেড়ার জাল : ০৬ (ছয়) কেজি ৮। মেলন দড়ি : ০৫ (পাঁচ) কেজি ৯। স্প্রে মেশিন (১৮লিঃ) ০১ (এক) টি১০। ঝাঁঝরি : ০২ (দুই) টি ১১। সাইনবোর্ড: ০১ (এক) টি ১২। রেজিষ্টার খাতা: ০২ (দুই





Discussion about this post