
দিপা আক্তার
বিশেষ প্রতিনিধি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫ থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
উল্লেখ্য যে ৫ আগস্ট সাবেক প্রভাবশালী শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর পুলিশ বাহিনীর বেশ কিছু অংশ আক্রান্ত হন। দাবি দাওয়া আদায়ে আন্দোলন ও করেন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। রাষ্ট্রের নিরাপত্তার কাজে নিয়োজিত সবচেয়ে বড় বাহিনীকে আশ্বস্ত করেন ডঃ ইউনুস সরকার। তখন তারা কাজে ফিরে যান।
এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সহো সারাদেশের বিভিন্ন জায়গায় সংস্কারের লক্ষ্যে পদায়ন ও পরিবর্তনের কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। সকল পর্যায়ে একটি সুন্দর লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে উপযুক্ত সময়ে নির্বাচন দেওয়ার কথা ভাবছেন উপদেষ্টারা।
পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন-






Discussion about this post