
রাকিব হোসেন মিলন
সিনিয়র রিপোর্টার
“জ্ঞানের আলোয় খুঁজি স্বপ্নের দ্বার, আগামীর দিন শুধু সম্ভাবনার”—এই অঙ্গীকার নিয়ে ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রামগতি উপজেলা শাখা।
২২ জুলাই মঙ্গলবার উপজেলার এক জমকালো আয়োজনে শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানটি যেন হয়ে উঠেছিল মেধা ও মননের এক মিলনমেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক ও সাবেক নোয়াখালী শহর সভাপতি ডা. সাইফুল্লাহ সাইফ। প্রধান বক্তা ছিলেন জেলা সভাপতি আব্দুর রহমান।
বক্তারা বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। তাদের মেধাকে সঠিক পথে কাজে লাগাতে হবে। নৈতিকতা, দেশপ্রেম ও সৃজনশীলতাকে সঙ্গী করে গড়ে তুলতে হবে ভবিষ্যৎ নেতৃত্ব।”
তারা আরও বলেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যার গণ্ডি নয়, বরং একজন শিক্ষার্থীকে হতে হবে সৎ, দক্ষ, আত্মপ্রত্যয়ী এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষার্থীরা ছিলেন দারুণ উচ্ছ্বসিত ও অনুপ্রাণিত। সংবর্ধনা পাওয়ায় অনেকেই জানিয়েছেন, এই স্বীকৃতি তাদের সামনে আরও বড় স্বপ্ন দেখার প্রেরণা জুগিয়েছে।
অনুষ্ঠানের এক কৃতী শিক্ষার্থী বলেন, “আমার জীবনে এই সম্মাননা একটি স্মরণীয় মুহূর্ত। আমি আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে চাই এবং দেশের জন্য কিছু করতে চাই।”
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রামগতি উপজেলা শাখার নেতৃবৃন্দ জানান, প্রতি বছর তারা মেধাবী শিক্ষার্থীদের এভাবে সম্মান জানিয়ে শিক্ষার প্রতি ইতিবাচক মনোভাব তৈরি করতে চায়।
শেষ মুহূর্তে স্লোগান তুলেই শেষ হয় অনুষ্ঠান:
“জয় হোক মেধার, আগামীর নেতৃত্ব গড়ে উঠুক নীতির আলোকে।”





Discussion about this post