
রাকিব হোসেন মিলন
স্টাফ রিপোর্টার
পাবনা-ঢাকা আঞ্চলিক মহাসড়কে ঘটে যাওয়া হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনার প্রায় ২২ দিন পর অবশেষে দুর্ঘটনার জন্য দায়ী বাসচালককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনজন যাত্রী, আহত হন আরও অন্তত সাতজন। এই ঘটনাটি স্থানীয় পর্যায়ে ও জাতীয়ভাবে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে।
জানা গেছে, গত ৪ জুলাই ভোর ৫টা ৪৫ মিনিটে পাবনা জেলার আতাইকুলা থানার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকাগামী একটি পাবনা এক্সপ্রেস পরিবহনের বাস (রেজি নং ঢাকা মেট্রো-ব-১৩-২৫৮১) বেপরোয়া গতিতে চালিয়ে নিজ লেন ভেঙে বিপরীত লেনে উঠে পড়ে। এসময় ঢাকা থেকে পাবনার দিকে আসা একটি ট্রাকের (রেজি নং ঢাকা মেট্রো-ট-২০-৩৪৩৮) সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন যাত্রী প্রাণ হারান। গুরুতর আহত হন আরও সাত-আটজন যাত্রী, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। স্থানীয় জনতা ও হাইওয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে পাঠান।
এ ঘটনায় আতাইকুলা থানায় সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৯২(১)/৯৮/১০৫ ধারায় মামলা দায়ের করা হয় (মামলা নং-০৫, তারিখ-০৫/০৭/২৫)। দুর্ঘটনার পর থেকে অভিযুক্ত বাসচালক মোঃ সানোয়ার হোসেন (৪৬), পিতা মোঃ আব্দুল জব্বার, গ্রাম-শিবপুর, থানা-চাটমোহর, জেলা-পাবনা, পলাতক ছিলেন।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে হাইওয়ে পুলিশের একটি চৌকস দল শনিবার (২৬ জুলাই) সকাল ৯টা ৩৫ মিনিটে পাবনা সদর থানাধীন ডাকবাংলা হাজীর মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
এই গ্রেফতারে এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন নিহতদের স্বজন ও স্থানীয়রা। তারা আশা করছেন, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই ধরণের বেপরোয়া চালকেরা ভবিষ্যতে সাবধান হবেন।





Discussion about this post