
রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি।
চাঁদপুরের শাহরাস্তি থানার পুলিশ সফল অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। ১ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬ টার দিকে শাহরাস্তি থানাধীন মেহের দক্ষিণ ইউনিয়নের ভোলদিঘী ফতেপুরগামী পাকা রাস্তার পাশের শিশু গাছের নিচে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলো:
১. মোঃ জাহিদুল ইসলাম (১৯), পিতা-মোঃ জাবেদ হোসেন, সাং-পরানপুর, লাকসাম, কুমিল্লা।
২. মোঃ সুমন (২১), পিতা-আমির হোসেন, সাং-ভোলদিঘী, শাহরাস্তি, চাঁদপুর।
৩. মোঃ রুবেল (২২), পিতা-নেছার আহাম্মদ, সাং-ভোলদিঘী, শাহরাস্তি, চাঁদপুর।
তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাসার, পিপিএম (বার)-এর তত্ত্বাবধানে এসআই মোঃ আতোয়ার রহমান, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন এবং সঙ্গীয় ফোর্সের একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিল। অভিযানে ধরা পড়ার সময় তারা গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারণির ১৯ (ক) ধারায় মামলা (নং-০১, তারিখ ০১/০১/২০২৫) দায়ের করা হয়েছে।
চাঁদপুর জেলা পুলিশ মাদক মুক্ত চাঁদপুর গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন চলছে। এ অভিযান তারই ধারাবাহিকতার অংশ।
চাঁদপুর জেলা পুলিশের এমন কার্যক্রম জনমনে প্রশংসা কুড়িয়েছে। প্রশাসনের এই প্রচেষ্টা ধরে রাখতে সাধারণ মানুষেরও সহযোগিতা একান্ত প্রয়োজন। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টাই একমাত্র পথ।






Discussion about this post