
টিপু মাহমুদ
লক্ষ্মীপুর জেলা
লক্ষ্মীপুর সদর উপজেলার গোডাউন রোডে অবস্থিত কৃষি ব্যাংক শাখাটি বর্তমানে গ্রাহকদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছে। কৃষক থেকে শুরু করে ব্যবসায়ী—সবাই অভিযোগ করছেন, দালালের সহযোগিতা ছাড়া এখানে কোনো ঋণ পাওয়া সম্ভব নয়। সরাসরি গেলে মাসের পর মাস ফাইল পড়ে থাকে, অথচ দালালের মাধ্যমে গেলে কয়েক দিনের মধ্যেই ঋণ অনুমোদন হয়ে যায়।
অভিযোগ রয়েছে, লাখ টাকার ঋণের বিপরীতে ১০–১৫ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে হয়। অর্থাৎ লাখে প্রায় ১৫ হাজার টাকা না দিলে ঋণ ছাড় হয় না। এক ব্যবসায়ী বলেন, “দালাল ধরেই লোন করতে হলো, নইলে ফাইল নড়ছিল না। পরে লাখে ১৫ হাজার দিতে হয়েছে।”
ভুক্তভোগীরা জানান, দালালরা শুধু নিজেরাই নয়, ঘুষের একটি অংশ কর্মকর্তাদের কাছেও পৌঁছে দেয়। ফলে তাদের কার্যক্রমে কোনো বাধা দেওয়া হয় না। সরকারি স্বল্পসুদে কৃষকদের সহায়তার জন্য এই ব্যাংক থাকলেও এখন তা দালাল-চক্রের কবলে পড়েছে।
স্থানীয়রা মনে করছেন, এভাবে দুর্নীতি চলতে থাকলে প্রকৃত কৃষকরা ঋণ থেকে বঞ্চিত হবেন এবং আরও আর্থিক সংকটে পড়বেন। তাই দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছেন ভুক্তভোগীরা।





Discussion about this post