
স্টাফ রিপোর্টার
চট্টগ্রামের উত্তর নালাপাড়াস্থ দরবারে জিলানী শরীফে তিন দিনব্যাপী পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৪, ৫ ও ৬ অক্টোবর পর্যন্ত চলে এই আজিমুশশান মাহফিল,
যা ছিল দরবারে শরীফের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আয়োজন।
মাহফিলের সভাপতিত্ব করেন দরবার শরীফের সাজ্জাদানশীন
হযরত শাহ সুফি মুহাম্মদ জুনাইদ (মা.জি.আ)।
তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল—
পবিত্র খতমে কুরআন শরীফ, খতমে সহীহ বুখারী, খতমে গেয়ারভী ও খতমে গাউসিয়া শরীফসহ অসংখ্য খতমাত,
জিকিরে মোস্তফা (দ.) ও তবারুক বিতরণ।
খতম শরীফ সমূহের আখেরি মোনাজাত পরিচালনা করেন
আল্লামা কাজী আব্দুল আলীম রিজভী (মা.জি.আ) —
অধ্যক্ষ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা।
মাহফিলে বক্তব্য রাখেন—
আল্লামা সেকান্দর হোসেন কাদেরী, শায়েখ সাইফুল্লাহ ফারুকী, মাওলানা সোহাইল উদ্দীন জেহাদী,
এবং দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে আহলে সুন্নতগণ।
বক্তারা বলেন,
“গাউসে পাক (রা.) নবীপ্রেমের উজ্জ্বলতম দৃষ্টান্ত।
তাঁর জীবন ও শিক্ষা বর্তমান তরুণ প্রজন্মের জন্য অন্যতম চলার পথের পাথেয়।”
মাহফিলে উপস্থিত ছিলেন এ.এন.এম মতুর্জা,
শাহজাদা মুহাম্মদ জাভির বিন জুনাইদসহ অসংখ্য ভক্ত আশেকানবৃন্দ।
শেষে আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ,
ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।





Discussion about this post