
রাকিব হোসেন মিলন
বাংলাদেশের অন্যতম স্বাস্থ্যসেবামূলক সংগঠন বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটির কেন্দ্রীয় সংসদ—
তাদের মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়েছে।
শনিবার বিকেল ৩টায় ঢাকার বিএমএ ভবনের শহীদ ডাক্তার শামসুল আলম খান মিলন সভাকক্ষে
অনুষ্ঠিত হয় সংগঠনের সাধারণ সভা।
সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় প্রেসিডেন্ট ডেন্টিস্ট মোঃ হারুন অর রশিদ আওরঙ্গ,
এবং সঞ্চালনায় ছিলেন মহাসচিব ডেন্টিস্ট মোহাম্মদ খালেদ মোছান্নাহ।
সভার উপস্থিত ছিলেন সংগঠনের জেলা, বিভাগীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আলোচনা ও মতামতের ভিত্তিতে সর্বসম্মত সিদ্ধান্তে
বর্তমান কমিটির মেয়াদ আরও এক বছরের জন্য এক্সটেনশন করা হয়,
যাতে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীলভাবে পরিচালিত হয়।
বাংলাদেশ ডেন্টাল হেলথ সোসাইটি
দেশের মৌখিক স্বাস্থ্যসেবায় সচেতনতা বাড়াতে এবং নতুন প্রজন্মের ডেন্টাল পেশাজীবীদের
সংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।





Discussion about this post