
হাবিব আহমেদ চৌধুরী।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, সুপ্রিম কোর্টে কোনো দুর্নীতি-অনিয়ম বরদাশত করা হবে না। কোনো প্রকার চাটুকারিতা সহ্য করা হবে না। অধিকাংশ কর্মকর্তা সততার সঙ্গে কাজ করেন। কিছু অসাধু কর্মকর্তার কারণে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছেন।
বুধবার সুপ্রিম কোর্টে সরকারি আইন সহায়তা কার্যক্রমের মানোন্নয়নের লক্ষ্যে বেঞ্চ অফিসার, বেঞ্চ রিডার ও সেকশন সুপারদের নিয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা লিগ্যাল এইডের পক্ষ থেকে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রধান বিচারপতি বলেন, ‘গ্রাম থেকে অনেক মানুষ শেষ সম্বল গরু বিক্রি করে আদালতে আসে, সেবা পাওয়ার আশায়। এসব মানুষকে সেবা দিতে হবে।’
অনুষ্ঠানে লিগ্যাল এইড সুপ্রিম কোর্ট শাখার চেয়ারম্যান বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।





Discussion about this post