
রাকিব হোসেন মিলন
স্টাফ রিপোর্টার
ঢাকার কেরাণীগঞ্জের জিনজিরা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ মোসা. পারভীন আক্তার (২৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা দক্ষিণ গোয়েন্দা (ডিবি) পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ১০ কেজি গাঁজা।
বুধবার (১৮ জুন) বিকেলে কেরাণীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা ইউনিয়নের ডাকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলা দক্ষিণ ডিবির অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।
তিনি জানান, “বিশেষ তথ্যের ভিত্তিতে আমাদের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এসময় মোসা. পারভীন আক্তারকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।”
ওসি আরও বলেন, “গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার পর তাকে আদালতে পাঠানো হবে।”
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পারভীন গাঁজা পাচারের সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে অতীতে আরও মাদক সংশ্লিষ্ট অভিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকের বিরুদ্ধে পুলিশি তৎপরতার প্রশংসা করেছেন।





Discussion about this post