
– মোহাম্মদ নজরুল ইসলাম, চেয়ারম্যান, লক্ষ্মীপুর পৌর ডেভলপমেন্ট সোসাইটি
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল আজহা আমাদের জীবনে কেবল আনন্দ নয়, বয়ে আনে আত্মত্যাগের শিক্ষা, সমাজে সহানুভূতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার এক মহা বার্তা। কুরবানির এই মহান শিক্ষা থেকেই জাগে মানবিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক সহানুভূতির শক্তি, যা একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনের প্রধান ভিত্তি।
লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে মোহাম্মদ নজরুল ইসলাম বলেন,
> “ঈদ মানেই উৎসব, ঈদ মানেই মিলনের অনন্য মুহূর্ত। কিন্তু কুরবানির প্রকৃত তাৎপর্য তখনই পূর্ণতা পায়, যখন আমরা সমাজের সকল শ্রেণির মানুষকে আনন্দ ভাগাভাগি করে নিতে পারি।”
তিনি আরও বলেন, “আসুন, এবারের ঈদে আমরা কেবল পশু কুরবানিতে সীমাবদ্ধ না থেকে, নিজের ভেতরের হিংসা, অহংকার ও বিভেদের দেয়ালও ভেঙে ফেলি। একে অপরের পাশে দাঁড়াই, বিশেষ করে সমাজের অসহায়, নিম্ন আয়ের মানুষদের পাশে থেকে ঈদের আনন্দটুকু ছড়িয়ে দিই।”
লক্ষ্মীপুর পৌর ডেভলপমেন্ট সোসাইটি দীর্ঘদিন ধরে শহরের নাগরিক সুবিধা উন্নয়ন, পরিচ্ছন্নতা, মানবসেবা ও যুব সমাজকে সামাজিক কাজে উদ্বুদ্ধ করার কাজ করে আসছে। ঈদ ও বিভিন্ন সামাজিক প্রোগ্রাম ঘিরে সোসাইটির পক্ষ থেকেও নেওয়া হয় বিশেষ মানবিক কর্মসূচি।
মোহাম্মদ নজরুল ইসলাম বলেন,
> “লক্ষ্মীপুর আমার ভালোবাসার শহর। এই শহরের উন্নয়নে, মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করাই আমার সবচেয়ে বড় ঈদের আনন্দ।”
ঈদ আমাদের শেখায়—ধনী-গরিব, ছোট-বড়, সবাই এক কাতারে দাঁড়িয়ে ভালোবাসা আর সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে। আর এই শিক্ষা থেকেই গড়ে উঠতে পারে একটি আদর্শ পৌরসভা, একটি উদাহরণযোগ্য উন্নয়ন-সমাজ।
লক্ষ্মীপুর পৌর ডেভলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।





Discussion about this post