
আরমান হোসেন
স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুর কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ আবু তাহের, লক্ষ্মীপুর সিভিল সার্জন এর নির্দেশক্রমে সাধারণ মানুষের সুচিকিৎসার জন্য হাসপাতালে প্যাথলজী চালু করেন। এ প্যাথলজী চালু করার কারণে রোগীরা হাসপাতালে কম খরচে সেবা পাচ্ছে। তাই বাহিরের প্যাথলজী গুলোর রোগী কমে যাওয়া কারণে স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম রাজীব কোন কমিশন পাচ্ছে না।তাই অবৈধভাবে টাকা আয় না করতে পারায় তিনি ক্ষিপ্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ আবু তাহেরের উপর রাত্রে সন্ত্রাসী কায়দা হামলা করেন বলে অভিযোগ উঠেছে ডাঃ রেজাউল করিম রাজীবের বিরুদ্ধে। এব্যাপারে পুরো কমলনগর উপজেলায় জুড়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও ক্ষোভের
সৃষ্টি হয়েছে।
তিনি একজন মেডিকেল অফিসার হয়েও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিভাবে একজন হাসপাতালের কর্মকর্তাকে সন্ত্রাসী কায়দা হামলা করে,তা সাধারণ মানুষের হয়ত বোধগম্য হয়ে না উঠার কথা। উল্লেখ্যকৃত ঘটনার বিভাগীয় তদন্ত পূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তির দাবি ও হাসপাতালকে দালাল মুক্ত করার জন্য মন্ত্রণালয়, প্রশাসনের ঊর্ধ্বতন কতৃপক্ষের নিকট জোর দাবি জানান সাধারণ মানুষ। এবিষয়ে কমলনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ রেজাউল করিম রাজীব জানান,আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে।কিন্তু তিনি ভয় পেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সার্বিক বিষয় নিয়ে লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন কে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান বিষয়টি একান্ত তাদের ডিপার্টমেন্টের।এ ব্যাপারে তিনি মন্তব্য করতে রাজি নন ও বলে অবহিত করেন।





Discussion about this post