
সুমন চৌধুরী
রাজধানীর খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত হলো প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা।
শনিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে সারাদিনব্যাপী চলে “ওল্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব খিলগাঁও মডেল কলেজ”—ওসাক আয়োজিত এই উৎসব।
এটি ছিলো সংগঠনটির প্রথম মিলনমেলা। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও ক্রীড়া সংগঠক হাবিবুর রশীদ হাবিব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রিন্সিপাল প্রফেসর ইমাম জাফরসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ওসাক একটি সেবামূলক প্ল্যাটফর্ম হিসেবে শিক্ষার্থীদের বন্ধনকে আরও শক্তিশালী করবে। প্রধান অতিথি স্মৃতিচারণ করেন কলেজ প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান এবং উন্নয়নে জননেতা মির্জা আব্বাসের ভূমিকাও তুলে ধরেন।
দিনব্যাপী আয়োজনে ছিল পরিচয়পত্র ও গিফট ব্যাগ বিতরণ, দুপুরে কাচ্চি বিরিয়ানি, বিকেলে চটপটি-ফুচকা আর চা-কফির আয়োজন।
সন্ধ্যায় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের গান, কবিতা আবৃত্তি আর ছোট জেমস খ্যাত সজলের গানে মাতোয়ারা হয় পুরো প্রাঙ্গণ।
মিলনমেলায় ওসাকের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানুর সঞ্চালনায় বিভিন্ন অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
করতালি আর আনন্দধ্বনিতে শেষ হয় প্রাক্তন শিক্ষার্থীদের এই প্রাণবন্ত দিন।





Discussion about this post