
রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগে গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার, বিদায়ী ও নবাগত উপ-পুলিশ কমিশনারদের সম্মানে এক বিশেষ সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সভায় ওয়ারী বিভাগের বিদায়ী উপ-পুলিশ কমিশনার মো. ছালেহ উদ্দিন ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মফিজুল ইসলাম তাদের নতুন পদে পদোন্নতি ও বদলির জন্য বিদায় সংবর্ধনা গ্রহণ করেন। পাশাপাশি নবাগত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদকে যোগদান উপলক্ষে শুভেচ্ছা জানানো হয়।
উল্লেখ্য, মো. ছালেহ উদ্দিন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়ে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে বদলি হয়েছেন।
অপরদিকে, মো. মফিজুল ইসলাম পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ট্রাফিক গুলশান বিভাগে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন ওয়ারী বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং অধীনস্থ সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে বিদায়ী উপ-পুলিশ কমিশনাররা নবাগত উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ হারুন অর রশিদকে ফুল দিয়ে বরণ করে নেন।
সভায় মো. ছালেহ উদ্দিন ও মো. মফিজুল ইসলাম তাদের বিদায়ী বক্তব্যে ওয়ারী বিভাগের উন্নয়ন ও কাজের প্রশংসা করেন এবং সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা নবাগত উপ-পুলিশ কমিশনারকে পূর্ণ সহযোগিতার আহ্বান জানান।

অন্যদিকে, নবাগত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ তার বক্তব্যে ওয়ারী বিভাগের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি থানাগুলোর অফিসার ইনচার্জ ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় একযোগে কাজ করার আহ্বান জানান।






Discussion about this post