
রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি
রাজধানীতে উত্তরা ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উত্তরা ব্যাংক পিএলসির সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এ সমাবেশে উপস্থিত ছিলেন। আজ ৮ ই আগস্ট বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জানা যায় উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রবিউল হাসানের পদত্যাগ ও চুক্তিভিত্তিক নিয়োগের বাতিলের দাবিতে আন্দোলন করেছে উত্তরা ব্যাংক পি এল সির শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজিস্ট্রেশন নম্বর (বিঃ) ১৯৩৬ সি বি এ সংগঠন টি।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের অর্থ সম্পাদক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয়তাবাদী ব্যাংক ফেডারেশনের সভাপতি ও জনতা ব্যাংক জাতীয়তাবাদী কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
সাধারণ সম্পাদক আহসানুল কবিরের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সিবিএ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মুসলিম উদ্দিন
সমাবেশে প্রধান অতিথি রফিকুল ইসলাম বলেন মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে বাংলাদেশের সকল ব্যাংক খোলা রয়েছে। অথচ ওবায়দুল কাদের ও সালমান এফ রহমানের দোসর উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রবিউল হাসান মহামান্য রাষ্ট্রপতি ও সেনাপ্রধানের আহবানকে তোয়াক্কা না করে ও জনগণের কথা চিন্তা না করে উত্তরা ব্যাংকের সকল কার্যক্রম বন্ধ করে রেখেছেন। সমাবেশে উত্তরা ব্যাংকের চেয়ারম্যান কে আহবান জানিয়ে বক্তারা বলেন “ব্যবস্থাপনা পরিচালক রবিউল হাসানের নিয়োগ বাতিল করে নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়ে উত্তরা ব্যাংকের নিয়মতান্ত্রিক কার্যক্রম ফিরিয়ে আনুন”। সমাবেশের সভাপতি মোঃ মুসলেউদ্দিন সকলের কাছে ব্যবস্থাপনা পরিচালক রবিউল হাসানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের বিষয়ে হাত উঠিয়ে সমর্থন জানান ও তার পদত্যাগ না হওয়া পর্যন্ত সিবিএ সংগঠনটির জোরালো আন্দোলন চলবে বলে ঘোষণা দেন।





Discussion about this post