
মোহাম্মদ সোলাইমান
স্টাফ রিপোর্টার
সম্প্রতি কিছু অনলাইন মাধ্যম—অনলাইন নিউজ পোর্টাল ও দশমিনা টিভি—একটি সংবাদ প্রচার করেছে, যেখানে বলা হয়েছে চর বোরহান ইউনিয়নের কয়েকজন জেলে নাকি জিম্মি হয়ে চাঁদা দাবির শিকার হয়েছেন।
কিন্তু চর বোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রেজাউল গাজী সেই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন“আমি কখনো কারও কাছ থেকে চাঁদা দাবি করিনি, কাউকে জিম্মি করিনি। এই অভিযোগ কুচক্রী মহলের ষড়যন্ত্র, যারা আমার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট করতে চায়।”
রেজাউল গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চাঁদাবাজি ও মা ইলিশ নিধনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন।
মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় যখন কিছু অসাধু ব্যক্তি নিষিদ্ধ সময়ে নদীতে মাছ ধরছিল,
তখন তিনি তাদের সেই অবৈধ কাজ থেকে বিরত থাকতে বলেন।
এই ঘটনাকে কেন্দ্র করেই কিছু মহল উল্টো তাকে বিতর্কিত করতে মিথ্যা অভিযোগ তুলেছে।
রেজাউল গাজী আরও বলেন, “ছাত্রদল একটি আদর্শভিত্তিক ও গণতান্ত্রিক সংগঠন। আমরা সবসময় জনগণের পাশে থেকে ন্যায়বিচার ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করি।”
তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান, সংবাদ প্রকাশের আগে যেন উভয় পক্ষের বক্তব্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতার নীতি অনুসরণ করা হয়।
তিনি প্রশাসনের কাছে দাবি জানান—
এই মিথ্যা অপপ্রচার কারা ছড়িয়েছে, তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।





Discussion about this post