
নিজস্ব প্রতিবেদক
হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের নিয়োগ দেওয়ার পর আইন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি হলেন—বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস. এম. এমদাদুল হক।
১৩ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতিকে শপথবাক্য পাঠ করাবেন।





Discussion about this post