
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরে আবু সায়েদ নামে এক দোকানিকে হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে আজ মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) আদালতে তোলা হয়। এ সময় মারমুখী হয়ে ওঠেন বিএনপিপন্থী আইনজীবী ও সাধারণ মানুষ। তাঁদের থাপ্পড় ও ঘুষি দিতেও দেখা গেছে।
বেলা ৩টা ২০ মিনিটের দিকে তাঁদের এনে সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে বেলা পৌনে ৪টার দিকে তাঁদের এজলাসে তোলা হয়।
তাদেরকে যখন সিএমএম আদালতের গেট দিয়ে প্রিজন ভ্যানে করে নিয়ে আসা হচ্ছিল, তখন এক ব্যক্তি রাস্তায় শুয়ে পড়েন। এ সময় তিনি দীপু মনির ফাঁসি দাবি করেন। পরে সেখান থেকে উঠে যান।
দীপু মনি ও জয়কে বেলা পৌনে ৪টার দিকে এজলাসে তোলার জন্য হাজতখানা থেকে নিয়ে আসা হয়। তাঁদের মাথায় হেলমেট পরা ছিল। বিপুলসংখ্যক পুলিশের প্রহরায় তাঁদের এজলাসের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এ সময় আইনজীবীদের বিক্ষোভের মুখে তাঁদের এজলাসে তুলতে আইনশৃঙ্খলা বাহিনীকে বেশ বেগ পেতে হয়। ধাক্কাধাক্কি করে তাঁদের আদালতের দ্বিতীয় তলায় নেওয়ার সময় কয়েকজন আইনজীবী দীপু মনিকে থাপ্পড় মারেন। এ সময় পুলিশ প্রাণপণে তাঁকে রক্ষা করার চেষ্টা করে।
বেলা পৌনে ৪টার দিকে তাঁদের এজলাসে তোলার জন্য হাজতখানা থেকে নিয়ে আসা হয়। ক্লান্ত দীপু মনি আদালতে এসে পুলিশ সদস্যদের কাছে পানি পান করতে চান। তবে আদালতের কার্যক্রম শুরু হয়ে যাওয়ায় তাঁকে পানি পান করতে দেওয়া হয়নি।
শুনানির শুরুতে আসামিকে কেন হাতকড়া পরানো হয়নি, তা নিয়ে ক্ষোভ জানান বিএনপিপন্থী আইনজীবীরা। তখন তাঁদের জানানো হয়, জয়ের হাতে হাতকড়া আছে। দীপু মনি নারী হওয়ায় হাতকড়া পরানো হয়নি। এজলাসে আইনজীবীদের হই–হুল্লোড়ের মধ্যেই শুনানি হয়।





Discussion about this post