
রাকিব হোসেন মিলন
বিশেষ প্রতিনিধি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানা এলাকায় বিশেষ অভিযানে ১৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ছিনতাইসহ বিভিন্ন অপরাধের মামলার আসামিদের আইনের আওতায় আনা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত আদাবর থানার পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে। আদাবর ১০ ও শেখেরটেক ১২ এলাকা থেকে গ্রেপ্তার হওয়া আসামিদের মধ্যে রয়েছে ছিনতাই, সাজা ওয়ারেন্ট এবং ডিএমপি অধ্যাদেশ লঙ্ঘনের অভিযোগে আটক ব্যক্তিরা।
গ্রেপ্তারকৃত আসামিদের তালিকা:
১। মোঃ তানজিল (২১)
২। বাছেদ খন্দকার (৪০)
৩। হৃদয় (২৮)
৪। মোঃ তপন মিয়া (৪৮) (ছিনতাই মামলার আসামি)
৫। মোঃ সোহেল (২৬)
৬। মোঃ সাকিব (২১)
৭। মোঃ আরিফ (১৯)
৮। মোঃ শাকিল (১৯)
৯। মোঃ নাজমুল (১৮)
১০। মোঃ মাহফুজ বিশ্বাস (১৯)
১১। মোঃ রাতুল (১৯)
১২। আলামিন (২৬)
১৩। হামিদা বেগম (৩০) (সিআর সাজা ওয়ারেন্টভুক্ত আসামি)
১৪। শরিফুর নাহার

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩ জন নিয়মিত মামলার আসামি, ১ জন সাজা ওয়ারেন্টভুক্ত এবং বাকিদের ডিএমপি অধ্যাদেশের আওতায় আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাকারিয়া বলেন, “অপরাধ দমনে আমাদের অভিযান নিয়মিত চলবে। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।”
পুলিশের এই সফল অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে, যাতে অপরাধীরা কোনোভাবেই ছাড় না পায় এবং এলাকাবাসী শান্তিতে বসবাস করতে পারে।






Discussion about this post