
ক্রীড়া ডেস্ক
আঙুলের চোটে পড়ে ঢাকা টেস্ট থেকে ছিটকে গেছেন নাঈম হাসানও। চট্টগ্রাম টেস্টে নিজের বোলিংয়ে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের মধ্যমায় চোট পেয়েছেন ২২ বছর বয়সী এই স্পিনার। বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র আজকের পত্রিকাকে নাঈমের চোটের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর জায়গায় কে দলে ঢুকবেন সে বিষয়ে অবশ্য এখনো কিছু জানা যায়নি।
এর আগে ১৫ মাস পর চট্টগ্রাম টেস্ট দিয়ে দলে ফিরেছিলেন নাঈম। প্রত্যাবর্তনের ম্যাচে ক্যারিয়ার সেরা বোলিং করে খবরের শিরোনাম হয়েছিলেন চট্টগ্রামের এই ‘লোকাল বয়’। প্রথম ইনিংসে ১০৫ রান খরচায় নিয়েছেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে অবশ্য উইকেটশূন্য থেকেছেন।
এমন একটা শুরুর পর দ্রুতই যেন ভালো সময় ফুরিয়ে গেল নাঈমের! চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে লঙ্কান অধিনায়ক দিমুথ করুণারত্নের শট থামাতে গিয়ে এই চোট পান নাঈম।





Discussion about this post