
বাংলাদেশ নিউজ ডেস্ক
কিডনি জটিলতা এবং অন্যান্য রোগসহ হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত রোগী মারা গেছেন।
বুধবার (১৫ জানুয়ারি ) সন্ধ্যা ৬টার দিকে মহাখালী সংক্রামক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানজিদা আক্তার (৩০)। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি সকালে হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন) ডা. আরিফুল বাশার বাংলাদেশ নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই রোগী শুধুমাত্র এইচএমপিভি ভাইরাসের কারণে মারা যাননি। তার আরও অনেক শারীরিক জটিলতা ছিল। স্থুলতা, কিডনি জটিলতা ছিল। তার ফুসফুসের জটিলতা কেটে উঠেছিল তবে শরীরের অন্যান্য সমস্যা দেখা দিয়েছিল।






Discussion about this post